Monday, May 5, 2008

অনেক দিন পরে আবার ব্লগে লিখলাম ,আমার শুভাখাঙ্খিদের জানাই শুভেছহা ।আসলে কি লিখব তা নিজেই জানিনা,তুবুও ইচ্চে হল তাই বলতে চাই,আমাদের দেশে বিভিন্ন খাতে যে পরিমান অথে'র ব্যায় হয়, তার চেয়ে যদি দেশপ্রেমের প্রতি দৃষটীপাত দেওয়া হত তাহলে দেশ অনেক সামনে এগিয়ে আসতো ।কারন যখনি মানুষ নিজ থেকে দেশকে ভালবাসবে সেদিন থেকেই উন্নয়ন সম্ভব হবে ।।

Tuesday, March 18, 2008

শুরু হয়েছ িবজেয়র মাস েকাথায় িছল উললােস ভরপুর , আজ চলেছ হানাহািন,ডাঙ্গাবাজ। কথা িছল েসানার বাংলা গড়ব বুক উচুঁ কের থাকেবা পৃিথবীর মােঝ েপেরিছ িক ? কথা িছল শহীদেদর মত সাহসী হব েপেরিছ িক ? কথা িছল সাধীনতার মান ধের রাখেবা েপেরিছ িক ? আমরা শুধু েপেরিছ েখেয়-পেড় েবঁেচ থাকেত,
িনেজর সা্রথেক আদায় করেত , যা শুধু নােম মাএ িঠেক থাকা মানুষ ।।

Friday, February 29, 2008

৮ -ই ফাল্গুন


আমরা সিলেট ইনটারন্যাশনাল ইউনিভাসিটির সকল ছাত্ শিক্ষক মিলে মহান ভাষা দিবস পালন করেছি।যে ভাষার জন্য এত ত্যাগ স্বীকার,
সেই ভাষাকেই আমরা স্মরণ করি অন্য ভাষায় রুপাণ্ডর করে,সেটা খুবই দুঃখজনক হলে ও সত্য, তা শুধুই আমাদের সচেতনতার অভাব । আমাদের উচিত ৮ -ই ফাল্গুন কে বাঙগালীর অন্তরে স্তাপন করি,তাহলে ও অন্তত শহীদের মনের দুঃখ কিছুটা হলে ও লাঘব হবে । আমার ব্যণ্ড রেভুলেশন এর পক্ষ থেকে গত ৭-ই ফাল্গুন বিকেলে শহীদ মিনারে প্রদীপ প্রজজলণ করা হয় । গত দুই বছর যাবত আমরা এই কাজ করে আসছি ,সে জন্য সকল সাধারণ জনগনের কাছ থেকে ভাল সাড়া পেয়েছি ।


Saturday, February 23, 2008

my first post

Hello,
I'm Sumon bardhan. I'm a student .I'm studying Computer Science & Engineering.
My hobby is music.I'm very much obsessed about music.I'm a member of a band.My band name is Revolution. I live in Sylhet Bangladesh.My band is renowned here. From today i've started blogging.My blog is for music luvers n techies.